নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর গ্রামে মাহাথির মো. মেহেদীর বিকাশ দোকানে ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় মো. স্বাধীন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত স্বাধীনকে কোর্টে চালান দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত শনিবার রাতে স্বাধীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাটখিলের ভিমপুর গ্রামের মাহাথির মোঃ মেহেদীর বিকাশ ও ভ্যারাইটিজ দোকানে হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে এবং টাকা লুট করে নিয়ে যায়। এমন অভিযোগে চাটখিল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে মঙ্গলবার রাতে স্বাধীনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম