কিশোরগঞ্জে ভবন নির্মাণের সময় পুরাতন একটি কবরের দেয়াল ধসে বিল্লাল (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে দুইজন। বুধবার সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া মোড়ে ঘটনাটি ঘটে।
বিল্লাল সদর উপজেলার কাশোরারচর গ্রামের আজিজুল হকের ছেলে। আহত সুজন (৩০) ও হোসেনকে (২৫) কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িও কাশোরারচর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কলাপাড়া মোড়ে মাহতাব চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি ভবন নির্মাণের সময় পুরাতন একটি কবরের দেয়াল শ্রমিকদের ওপর ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় বিল্লালকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ