ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এস.এম আসাদুজ্জামানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
শুক্রবার সকালে ফরিদপুরের হাইওয়ে পুলিশ সুপার এ প্রত্যাহার আদেশ দেন। এরপর ওই ওসি পুলিশ সুপারের কার্যালয় হাজিরা দেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের ফরিদপুর-মাদারীপুর রিজিয়ন সহকারী পুলিশ সুপার (ফরিদপুর সার্কেল) এএসপি নুরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সংবাদ সম্মেলন করা এবং অসঙ্গতিপূর্ণ কথা বলায় তাকে ক্লোজড করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি এ এস এম আসাদুজ্জামানের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের শেষ বাক্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। শেষ দুই লাইনে লেখা ছিল, ‘হাইওয়ে থানা পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব হাইওয়ে পুলিশ নেবে না’।
ভাঙ্গা হাইওয়ে থানা মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপারের নিয়ন্ত্রণে। হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, বিতর্কিত বক্তব্য দেওয়ায় ভাঙ্গা হাইওয়ে থানায় সদ্য যোগ দেওয়া ওসি এ এস এম আসাদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। ওই থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলমকে ওসির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
এরআগে ৬ এপ্রিল রাতে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। সেইসঙ্গে এ এস এম আসাদুজ্জামানকে নতুন ওসি হিসেবে দায়িত্বভার দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/হিমেল