প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বগুড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বগুড়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেল প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধানমন্ত্রীর উদ্যোগের জন্য বিদ্যুৎ, নারী ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই ১০ বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা হয়। কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বগুড়া জেলার অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (উপসচিব) মোহা. আব্দুর রফিক, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী (প্রশাসন), জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াছমিন, সিভিল সার্জন ডাঃ শফিউল আজম, সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ