চাঁদপুর জেলার ৩ লক্ষ ২০ হাজার ৮২৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত চাঁদপুরের ৮টি উপজেলা, ২টি পৌরসভা, ৯২টি ইউনিয়ন ও ২৭৬টি ওয়াডের্র ইপিআই কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
৬-১১ মাস বয়সী ৩৬ হাজার ২৩০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ৮৪ হাজার ৫৯৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষ্যে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন চাঁদপুরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
সিভিল সার্জন বলেন, ১২ থেকে ১৫ জুন পর্যন্ত ৪দিন ব্যাপী ২ হাজার ২৩৫টি ইপিআই কেন্দ্রে এই কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ২৩০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ৮৪ হাজার ৫৯৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি ইপিআই কেন্দ্রে ২ জন স্বেচ্ছাসেবক এবং প্রতিটি ওয়ার্ডে ২ জন দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদেও ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় চাঁদপুর প্রেসক্লাব সহ-সভাপতি রহিম বাদশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাহাদাৎ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী শাহাদাৎ, শহিদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সহ-সভাপতি সোহেল রুশদী, ডা: মো: শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন ডা: লামিয়া নুর ও আজিজুল ইসলাম সবুজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
বিডি প্রতিদিন/এএম