বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি “মরার ওপর খাড়ার ঘা” হিসেবে মানুষের জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সরকারের লোকেরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন বাড়িয়ে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে। এমন গণবিরোধী সিদ্ধান্তের কারণে জনগণের কাছে সরকার আজ গণশত্রুতে পরিণত হয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিভাগীয় নগরী ময়মনসিংহে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহম্মদ বুলু, কাজী রানা, কায়কোবাদ মামুন, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম ও শামীম আজাদ, মহানগর ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ রবিনসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন