সমিতির সদস্যদের নিকট থেকে কিস্তির টাকা আদায় করে আর অফিসে ফিরে যাননি ‘আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার’ ভাঙ্গা শাখার মাঠকর্মী নূপুর সাহা (২৬)। নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর তার লাশ ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী মহল্লার একটি পাটক্ষেত থেকে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। নূপুর সাহা ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী মহল্লার নরেশ্বর রায়ের (কার্তিক) স্ত্রী। নূপুর ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোয়ালদী গ্রামের বাসিন্দা সুনীল সাহার মেয়ে। সাত বছর আগে তার বিয়ে হয়। তার ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। এ ছাড়া তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নূপুর সাহা ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা মহল্লায় সমিতির কিস্তির টাকা আদায় করতে যায়। দুপুর ১টা পর্যন্ত সমিতির কাজ করার পর তার খোঁজ পাওয়া যায় না। পরদিন বুধবার বিকাল ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী এলাকার রিকাত মুন্সীর বাড়ির পাশে মামুন শেখের পাট ক্ষেতের ভেতর নূপুর সাহার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ভাঙ্গা থানা পুলিশ গিয়ে এলাকাটি ঘিরে রাখে। রাত ৭টার দিকে ফরিদপুর জেলা সদর থেকে সিআইডি পুলিশের ক্রাইম সিনের একটি দল ঘটনাস্থলে আসার পর রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে ভাঙ্গা থানায় আনা হয়।
আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম জানান, গত ১০ মাস আগে নূপুর সাহা এ প্রতিষ্ঠানে যোগদান করে। একজন ভাল কর্মী হিসেবে তার সুনাম ছিল। গত মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে কিস্তি তুলতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে নূপুরের সাথে তার কথা হয়। ওই সময়ের মধ্যে নূপুর এক লাখ ২০ হাজার কিস্তির টাকা তোলেন। তবে দুপুর আড়াইটা থেকে নূপুরের মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী বলেন, গরমের কারণে এক রাতের মধ্যেই মৃতদেহটি অর্ধ গলিত হয়ে যায়। হত্যার আগে নূপুরকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাকে মুখে রক্ত রয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, এটি অবশ্যই হত্যাকাণ্ড। পোস্টমর্টেমে লাশ পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। মামলা হবে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।
বিডি প্রতিদিন/আবু জাফর