ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উল আরেফিনের উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা ও সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম।
কর্মশালায় প্রোজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ে বিষদ ব্যাখ্যা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, উন্নয়ন ও উন্নতির কোনো শেষ নেই। প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলেই দ্রুত দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে দেশকে সমৃদ্ধ দেশ হিসেবে বিনির্মাণে কাজ করছেন।
কর্মশালায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, শিক্ষক সাংবাদিক, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ৫০ জন অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর