রাত পোহালেই অনুষ্ঠিত হবে পটুয়াখালীর কলাপাড়ায় সাগর পাড়ে দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ধুলাসর ও লতাচাপলী ইউনিয়নে সকাল ৮ টায় ইভিএম এর মাধ্যমে শুরু হবে ভোটগ্রহণ। একটানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। বুধবার দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ আনুসঙ্গীক সরঞ্জাম।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, লতাচাপলী ইউনিয়নে মোট ভাটার ১৭৭০৮ জন। এর মধ্যে পুরুষ ৯১১৯ ও নারী ৮৫৮৯ জন ভোটার রয়েছে। এর বিপরিতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ধুলাসার ইউনিয়নে ১৪০৩৬ জন মোট ভোটার। এর মধ্যে পুরুষ ৭০৫১ ও নারী ৬৯৮৫ জন ভোটার রয়েছে। এর বিপরিতে এক নারী চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া ওই দুই ইউনিয়নের সদস্য পদে একাধিক প্রার্থী রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য থাকবে। এছাড়া মাঠে র্যাব ও বিজিবি সদস্যরা। আশকরি শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সম্পন্ন হবে।
বিডি প্রতিদিন/হিমেল