বাগেরহাটের শরণখোলা উপজেলায় মেয়ের বাল্যবিয়ের আয়োজন করার দায়ে আবুল বারিক নামে এক বাবাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরসহ বরের বাবা ও কাজী পালিয়ে যায়। দণ্ডিতকে আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুরে ই আলম সিদ্দিকী জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কদমতলা গ্রামের শাহ আলম মুন্সির বাড়িতে তার নাতনি তানিয়া আক্তারকে (১৫) উপজেলার নলবুনিয়া গ্রামের মো. হারুনের ছেলে বাদলের সাথে বিয়ের আয়োজন করছিল- এ খবর পেয়ে রাতেই ওই বাড়িতে গিয়ে অভিযান চালান হয়।
এ সময় বরসহ বরের বাবা ও কাজী পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবা আবুল বারিককে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত বারিকের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের মহেশ্বরীপুর গ্রামে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দণ্ডিত আসামিকে মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর