হবিগঞ্জের লাখাইয়ে হাওরের পানিতে ডুবে সানজিদা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত সানজিদা আক্তার উপজেলার কাচের হাটি এলাকার মেহেদী হাসানের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে সানজিদা আক্তার খেলাধুলার একপযার্য়ে বাড়ির পাশের হাওড়ের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর সানজিদার নিথর দেহ পানিতে ভাসতে দেখেন। স্থানীয় লোকজন সানজিদাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী হাসান এবং লাখাই থানার ওসি সাইদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম