হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিদিন ভোরে যানবাহনে চাঁদাবাজির ঘটনায় মঙ্গলবার সকালে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- পশ্চিম মাধবপুরের আনছর আলীর ছেলে আবজল হোসেন বাবু এবং একই উপজেলার পূর্ব মাধবপুরের সেলিম মিয়ার ছেলে আব্দুর রশিদ।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার এসআই সাইদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মহাসড়কে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
মাধবপুর পরিবহন শ্রমিক নেতা আলম খান জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলা সদরের মহাসড়কের সোনাই নদীর মোড় ডাকবাংলা, পূবালী ব্যাংকের সামনে অবৈধ ভাবে চাঁদাবাজি করে আসছে। এছাড়া ভোরবেলা বিজয়নগর উপজেলা আখাউড়া, চম্পকনগর হরষপুর, মুকন্দপুর ও ইসলামপুর থেকে মাধবপুরে গ্যাস নিতে আসা সিএনজি থেকে লাঠি হাতে নিয়ে সাধারণ চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদাবাজি করে আসছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আটক ২ ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম