বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দা উপজেলা ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এতে আরো উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ইয়াসিন আলী মেম্বার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, মৎস্যজীবী দলের সদস্য সচিব শাকিব খান, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন