মাগুরা সদর উপজেলার লস্করপুর গ্রামে মঙ্গলবার দুপুরে তরিকুল ইসলাম (২৫) নামে সৌদিফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সে যশোরের শার্শা উপজেলা সদরের আলম মিয়ার ছেলে। সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ লস্কারপুর গ্রামের সত্তার মোল্লার লিচু বাগানের একটি গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় তরিকুলের লাশটি উদ্ধার করে। পরে তার কাছে থাকা কাগজপত্র থেকে ঠিকানা জেনে পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পারিবারিক সূত্রে পুলিশ যতদূর জেনেছে, তরিকুল ৫ মাস আগে দালালের মাধ্যমে সৌদি যান। পরে কাজ না পেয়ে প্রতারিত তারিকুল সোমবার বিকালে দেশে ফেরত আসেন।
মঙ্গলবার দুপুরে এলাকাবাসী তরিকুলের ঝুলন্ত লাশ লিচু বাগানে দেখে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম