জাতীয় শুদ্ধাচার-২০২০-২১ বর্ষে রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমকে এ পুরস্কার প্রদান করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওয়াহাব ভুঁঞা।
এ অনুষ্ঠানে পুরস্কার হিসেবে জেলা প্রশাসককে শুদ্ধাচার সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও এক মাসের বেসিক স্যালারি প্রদান করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৯ম গ্রেড থেকে ১ম গ্রেড পর্যন্ত অফিসার ও কর্মচারিদের মূল্যায়নে দুই ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। অফিসার ক্যাটাগরিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক রংপুর বিভাগে প্রথম স্থান অধিকার করেন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এরকম পুরস্কার প্রাপ্তি কাজের গতিকে আরো বেগবান করে এবং কর্তব্যে অত্যন্ত উৎসাহ বোধ করি। আমি রংপুর বিভাগীয় কমিশনার স্যারকে অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাকে এধরনের পুরস্কৃত করার জন্য।
বিডি প্রতিদিন/হিমেল