বগুড়ার গাবতলীতে নদীর খালের পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বাইগুনি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ইছামতী নদীর খালে এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত ওই যমজ শিশু ৩ বছর বয়সী হাসান ও হোসাইন। তারা বাইগুনি দক্ষিণপাড়ার মিলন সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম।
তিনি জানান, বিকেলে যমজ শিশু দুইজন বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় কোনো এক পর্যায়ে তারা নদীর খালে পড়ে যায়। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না ফিরলে বাড়ির লোকজনসহ স্থানীয়রা খোঁজাখুজি শুরু করেন। পড়ে শিশু দুইজনকে নদীর খালে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুদের লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল