খুলনার কয়রায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। সে বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান বামিয়া গ্রামের কিনু সরদারের ছেলে।
পুলিশ জানায়, রমজান আলী সাইকেলে করে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সরদারবাড়ী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। তার আগেই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। বাসের আগুন নিভানোর পর বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম