শরীয়তপুরে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই উপজেলার ৭টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ (১৫ জুন) বুধবার সকাল থেকে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
জানা যায়, আজ সদর উপজেলার চিতলিয়া ও জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়ন, বিকে নগর ইউনিয়ন, বড় গোপালপুর ইউনিয়ন, পালেরচর ইউনিয়ন, বিলাসপুর ইউনিয়ন, কুন্ডেরচর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা তফসিল ঘোষণা অনুযায়ী ৮ টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু মামলার জটিলতার কারণে গোসাইরহাট উপজেলার ইদুলপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে। এছাড়া ৭ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৭ টি ইউনিয়নে ৪৪ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ২২৬ জন, মহিলা সংরক্ষিত সদস্য পদে ৭৩ জন প্রার্থী ভোট যুদ্ধের অংশগ্রহণ করছে। এতে ৭৮ হাজার ৪৭৭ জন ভোটার যার মধ্যে নারী ভোটার ৪২ হাজার ৭ জন ও পুরুষ ৩৬ হাজার ৪০২ জন তাদের ভোট এর প্রয়োগ করবে। প্রতিটি কেন্দ্র ১৭ জন করে আনসার ও ৫ জন করে পুলিশ নিয়োজিত আছে। এছাড়া সাত ইউনিয়নে ১২জন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ১৪ টি র্যাব টিম মাঠে কাজ করবে।
বিডি প্রতিদিন/হিমেল