গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে কঠোর নিরাপত্তা, উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজে আজ বুধবার উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকেই নারী-পুরুষরা ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নির্বাচনে উপজেলার ৫টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও সরব। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলীয় নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ