নাটোরের সিংড়ায় সাপের কামড়ে আজেদ আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় মারা যান আজেদ। তিনি উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামের মৃত খাদেম আলীর পুত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে তার পাটের জমি দেখতে বিলে যায় আজেদ আলী। এসময় তার বাম পায়ে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় আজেদ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/ফারজানা