পটুয়াখালীর গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিসের মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় পৌরমঞ্চ চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়।
গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও পৌর মেয়র আহসানুল হক তুহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, গলাচিপা থানার এসআই মৃণাল কান্তি, ফায়ার ফাইটার যথাক্রমে হিরণ মিয়া, কারিমুল হোসেন, মাসুম বিল্লাহ, আ. জব্বার ও বাসুদেব ঘরামী। এছাড়াও জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক, বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই