কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওর থেকে উদ্ধার অজ্ঞাত নারীর পরিচয় একদিন পরও মিলেনি। বিভিন্ন মাধ্যমে ওই নারীর ছবি ভাইরাল হলেও এ পর্যন্ত কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
এর আগে গতকাল মঙ্গলবার বিকালে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের যোগীরভিটা এলাকার হাওর থেকে ওই অজ্ঞাতনামা নারীর (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী জানান, ক্রাইম সিনের সাহায্যে নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া তার ছবি দেশের প্রতিটি থানায় পাঠানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর