বরগুনার বুড়ীরচর ইউনিয়নের কামরাবাদ গ্রামের রিদয় গাজী (১৯) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে।
যুবকের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হয় রিদয়। রাতে আর বাড়ি না আসায় খোঁজাখুঁজি করলেও তখন তার সন্ধান পাওয়া যায়নি।
আজ বুধবার ফজর নামাজ শেষে মুসুল্লিরা স্কুল মাঠে কাউকে শুয়ে থাকতে দেখে কাছে গিয়ে দেখতে পায় রিদয় মৃত অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীসহ তার পরিবারের লোকজন জড়ো হয়ে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বরগুনা হাসপাতাল থেকে মর্গে পাঠায়।
রিদয়ের মামা মাহবুব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এলাকায় একজন ভদ্র ছেলে হিসাবে রিদয় পরিচিত ছিলো। ওর সাথে কারও কোন বিরোধ ছিলো না।
তিনি আরও বলেন, ‘তবে ওর ডান চোখে রক্ত এবং পরনের লুঙ্গি ও শার্ট ভিজা ছিলো যা রহস্যজনক মনে হচ্ছে। রিদয়ের বাবা পেশায় একজন অটো রিকসা চালক। ২ সন্তানের মধ্য রিদয় বড় ছিল।’
বরগুনা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আলী আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ব্যাপারে একটি সাধারন ডায়রি করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল