কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিলের পানিতে ডুবে মোবারক হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। পরে বুধবার সকাল নয়টার দিকে বিলে জাল ফেলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। উপজেলার পাইকেরছড়া ও বঙ্গ সোনাহাট ইউনিয়নে অবস্থিত পাইকের ছড়া বিলে এ ঘটনা ঘটে।
মোবারক হোসেন উপজেলার দক্ষিণ ভরতের ছড়া গ্রামের বাসিন্দা। তিনি বিল-পাহারাদার হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের খাবার খাওয়ার জন্য মোবারক হোসেন বিল থেকে নিজ বাড়িতে যান। খাওয়া শেষে রাত নয়টার দিকে তিনি বিলে ফিরে দেখেন বৃষ্টি ও বাতাসে ঘাটের নৌকা মাঝখানে চলে গেছে। জামা-কাপড় খুলে সাঁতার কেটে নৌকা আনতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। সকালে খালি নৌকা ও বিলের পাড়ে কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হলে এলাকাবাসী বিভিন্ন প্রকার জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাহারাদার মোবারক হোসেনের মরদেহ পাওয়া যায়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল