এবারেই বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি শুরু হয়েছে। ১৪ জুন দিবাগত মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে গিয়ে জনশুমারির উদ্ভোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাহাবুবর রহমান। আজ বুধবার থেকে আগামী ২১ জুন পর্যন্ত জনশুমারি চলবে।
জনশুমারি উদ্বোধনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভির রহমান সহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তাগণ।
বিডি প্রতিদিন/এএ