কুড়িগ্রামের চিলমারীতে নয়ারহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নিবার্চনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ৩ হাজার ৭২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আতাউর রহমান আনারস প্রতীকে পেয়েছেন মোট ২ হাজার ১০৪ ভোট।
এর আগে, বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে বিকেল ৫টার পর ভোট গণনা শুরু হয়।
নয়ারহাট ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। ভোট শেষে বিভিন্ন কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তারা তথ্য প্রেরণ করতে থাকেন। তাদের প্রেরিত তথ্য অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী মো. আসাদুুজ্জামান বিজয়ী হন।
বিডি প্রতিদিন/এমআই