মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনী প্রার্থী বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু ৮ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ৭ হাজার ৪৬৫ ভোট। এছাড়া আসিফ আজিম (আনারস) পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট।
আমঝুপি ইউনিয়নে মোট ভোটার ২৮ হাজার ৭৪৩ জন। ইউনিয়নের ১৫ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এএ