ফেনী-সোনাগাজী উপজেলা আঞ্চলিক সড়কের গোবিন্দপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন যাত্রী। বুধবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার গোবিন্দপুর এলাকার চালতাতলি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা জেলার সোনাগাজী উপজেলা থেকে ফেনী সদরে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে সিএনজি চালক নুরুজ্জামানসহ পাঁচজন গুরুতর আহত হয়।
পরে তাদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক নুরুজ্জমানকে মৃত ঘোষণা করেন। এসময় অপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিএনজি যাত্রী উম্মে হাবিবা শারমিন আক্তারকে (১৩) চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত সিএনজি চালক নুরুজ্জামান ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগেরহাট এলাকার আবুল কালামের ছেলে। আর উম্মে হাবিবা শারমিন আক্তার ফেনী সদর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মিজানুর রহমানের কন্যা। সে লালপোল মারকাজুল হুদা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
বিডি প্রতিদিন/এমআই