রংপুরে বাহারি ফলের মেলায় মুগ্ধ দর্শনাথীরা। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্তরে তিন দিনব্যাপি মেলার ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। মেলায় হাঁড়িভাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির আম, কাঁঠাল, আনারস, জাম, তাল, লটকন, ড্রাগন, পেয়ারাসহ নানান ধরনের ফল স্থান পেয়েছে মেলায়। ফল মেলা দেখতে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নুর নাহার বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রাডারডিপি পিএমএসইউ এর সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় ফল, কৃষি যন্ত্রপাতি ও জৈব বালাইনাশকের ১৫টি স্টল রয়েছে।
বিডি প্রতিদিন/এএ