টাঙ্গাইলের বাসাইলে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার বিকেলে উপজেলার করাতিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়ীয়ার সাগরতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া (২২), একই জেলার গৌরাংগুলা এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে
আলমগীর হোসেন (৪৫) এবং পাইকদিয়া এলাকার মোসলেম উদ্দিন সুমনের ছেলে রবিউল আলম রনি (২৬)। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫৭ কেজি গাজাঁ, ২ বোতল বিদেশী মদ, ১টি প্রাইভেটকার, ১টি মোবাইল এবং নগদ ৪৩০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৮ লাখ ৫ হাজার টাকা। গ্রেফতারকৃতরা প্রাইভেটকারে করে গাঁজা ও বিদেশী মদ অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ