মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান ও যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই মানববন্ধনে জেলার লৌহজং উপজেলার কলমা বাজার এলাকার সহস্রাধিক নারীপুরুষ অংশ নেন।
জানা যায়, পদ্মা সেতুকে কেন্দ্র করে কলমা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তুহিন খন্দকার ও তার সন্ত্রাসী বাহিনীর সাথে কথা কাটাকাটির জেরে মুক্তিযোদ্ধার সন্তান পল্লী চিকিৎসক মুরাদ ও যুবলীগ নেতা নূর শেখের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়।
কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতালেন হোসেনের নেতৃত্বে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
তবে পদ্মা সেতু নিয়ে কথা কাটাকাটির বিষয়টি মিথ্যা ও বানোয়াট দাবি করে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন খন্দকার বলেন, আমরা বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে যুবলীগ নেতাকর্মীরা আমাদের বাড়িঘরে ৩ দফা হামলা করে। আমাদের নেতাকর্মীদের মারধর করে গনভোজের খাবার সামগ্রী লুটে নেয়। এখন পদ্মাসেতু নিয়ে আওয়ামী লীগ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কৃত মোতালেব হোসেন নতুন নাটক সাজাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ