ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সকাল থেকেই যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। তবে এই চাপ কুমিল্লা অংশের দাউদকান্দি টোলপ্লাজার দুই কিলোমিটার এলাকায় বেশি প্রভাব ফেলেছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ধীরগতি রয়েছে।
জানা গেছে, দাউদকান্দি টোল প্লাজায় টোল গ্রহণে ধীরগতির কারণে বৃহস্পতিবার রাত ১১টা থেকে কুমিল্লা-ঢাকা লেনে জটলা লেগে যায়।
স্থানীয় শরীফুল ইসলাম বলেন, কুমিল্লার কোথাও যানজট নেই। তবে সব সমস্যা টোলপ্লাজায়। এখানে গতি কমে যায়।
কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বলেন, কুমিল্লা অংশে কোন যানজট নেই। গতকাল রাতে যে চাপ ছিল তা আমরা ভোরের আগেই কাভার করেছি। টোল প্লাজায় সামান্য চাপ আছে কিন্তু যানজট নেই। ঈদ মৌসুমে মানুষ ঘরে ফিরে তাই চাপটা একটু বেশি। আমরা মাঠে কাজ করছি। আশা করছি সমস্যা হবে না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ