প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নোয়াখালী সদর উপজেলায় ছয় হাজার অসহায় লোকের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের পুরাতন ভবনে এ চাল বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান এ. কে. এম সামছুদ্দিন জেহান নিজ হাতে কয়েকজনকে চাল তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে গরীব, অসহায় ও দুস্থ লোকজনকে তালিকাভুক্ত করে তাদের প্রত্যেককে ১০ থেকে ২০ কেজি করে চাল দেওয়া হয়। আজ এবং আগামীকাল দিনভর চাল বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা