কালজয়ী সুরকার ও সংগীত পরিচালক আলম খান শেষ শয্যায় শায়িত হবেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। উপজেলায় রাধানগর এলাকায় পাহাড়ের চূড়ায় নির্মিত মসজিদুল আউলিয়া হযরত খাজা শাহ মোজাম্মেল হক (রঃ) এর প্রাঙ্গণে। সেখানে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে স্ত্রীর কবরের পাশেই শায়িত হবেন সুরকার আলম খান।
রাতে ঢাকা থেকে তার মরদেহ নিয়ে পরিবার সদস্যরা শ্রীমঙ্গলের উদ্দেশ্য রওয়ানা হবেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র সংগীত পরিচালক আরমান খান।
খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের সমন্বয়কারী আরমান খান বলেন, আমার মায়ের কবর এখানে দেয়া আছে। মায়ের কবরের পাশেই বাবার দাফন সম্পন্ন হবে। আজ শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এএ