সংস্কারের অভাবে বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ব্রিজ ধসে পড়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের এসবি বাজার ও এসবি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খাল পারাপারের এই ব্রিজ ধসে পড়ে।
স্থানীয়রা জানান, ২৫-৩০ বছর আগে লোহার খাম্বার উপরে এই ঢালাই ব্রিজি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পরে আর এটির কোনো প্রকার রক্ষণাবেক্ষণ বা সংস্কার না করায় লোহার খাম্বাগুলো ক্রমশ ক্ষয়ে যায়। একপর্যায়ে শনিবার সেটি ধসে পড়ে যায়।
এ বিষয়ে বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. রিপন তালুকদার বলেন, ব্রিজটি ধসে পড়ায় শতশত মানুষ দুর্ভোগে পড়েছেন। আপাতত ওখানে নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই