যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির হত্যার প্রতিবাদে টেকনাফ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল, কালো ব্যাজ ধারণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক মো. কাইয়ুম ও সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরীর নেতৃত্বে টেকনাফে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুমের সভাপতিত্বে ও সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ও উপজেলা যুবদলের আওতাধীন সকল ইউনিটের সভাপতি-সম্পাদকরা।
বিডি প্রতিদিন/এমআই