দিনাজপুরের হাকিমপুরে বাগবিতণ্ডার এক পর্যায়ে বাহাউদ্দিন সরকার (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬-৭ জনকে আসামি করে হাকিমপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক এবং ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়ছে। পূর্ব শত্রুতা ও পাওয়ানা টাকা আদায় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান। শুক্রবার রাত ৮টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বাহাউদ্দিন সরকার হাকিমপুরের মাঠপাড়ায় মোতালেব হোসেনের ছেলে। রাতে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মাঠপাড়াস্থ স্থানীয় একটি ক্লাবের সামনে বসে ছিলেন বাহাউদ্দিন। এসময় একই এলাকার ইমন নামে এক যুবক মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। কোন একটি বিষয় নিয়ে দু’জনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাহাউদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত বাহাউদ্দিনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুলতান মাহমুদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। রোগীর স্বজনদের ভাষ্যমতে, হাসপাতালে আনার আধা ঘণ্টা আগে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আঘাতের ক্ষত বড় হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, হাকিমপুরের মাঠপাড়াতে বাহাউদ্দিন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তবে কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনই জানা যায়নি। তকে প্রাথমিক ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ও পাওনা টাকা আদায় নিয়ে এ ঘটতে পারে।
বিডি প্রতিদিন/এএম