সাতক্ষীরায় ৩৮২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক গোলাম মোস্তফা (৬০) ভারুখালি গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গোলাম মোস্তফাকে ৩৮২ বাতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই