গাজীপুরের পুবাইলে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় চালকসহ ৯ জন আহত হয়েছেন। শনিবার মহানগরীর পূবাইল থানাধীন শুকুন্দিরবাগ ও পুবাইল কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর জেলা সদর থানার মাঝপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মনিরুজ্জামান মনির (৩৮) ও নরসিংদীর মনোহরদী থানার কেরানীনগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩৩)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, শনিবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল কলেজ গেইট এলাকায় ঢাকা-কালীগঞ্জ সড়কে সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে নরসিংদীর পাঁচদোনাগামী যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা আরোহী মনিরুজ্জামান (৩৮) ঘটনাস্থলেই নিহত এবং অপর ৭ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অপরদিকে, একইদিন সকালে শুকুন্দিরবাগ ব্রিজ এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রী ইব্রাহিম হোসেন নিহত এবং উভয় অটোরিকশার চালক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সময় অটোরিকশায় টঙ্গী যাচ্ছিলেন ইব্রাহিম। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক