ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের তিন দিন পর আমির হোসেন (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আচারগাঁও গ্রামের একটি জঙ্গলের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মানসিক সমস্যায় ভুগছিলেন আমির হোসেন। গত বুধবার বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার সকালে আমির হোসেনের ভাই আবাল উদ্দিন বাড়ির পাশে জঙ্গল থেকে লাকড়ি আনতে যান। সেখানেই বাঁশঝাড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমির হোসেনকে দেখতে পান তিনি। পরে নান্দাইল মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, পরিবারের কেউ এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন