প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগী ইউনিয়নবাসী। ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট নিয়ে কয়েকশত নারী পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, বিদ্রোহী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পর হতদরিদ্র প্রকৃত আওয়ামী লীগ সমর্থকদের কোনঠাসা করে রাখা হয়েছে। হতদরিদ্রদের ভিজিএফ’র চালের কার্ডে নাম থাকলেও চেয়ারম্যান আলতাফ হোসেন নিজের পছন্দের দলীয় ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করেছেন। এমনকি অনেকের চাল না দিয়ে তা আত্মসাৎ করেছেন। এসময় সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বাজার গোপালপুর চৌরাস্তা মোড়ে চেয়ারম্যান আলতাফ হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ ব্যাপারে চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, বিক্ষোভকারীরা যে অভিযোগ করছে সেটি সঠিক না। এ ইউনিয়নে ভিজিএফ’র চালের ২৩০৩টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলি সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়েছে। এখানে কোনো অনিয়ম করা হয়নি। আমার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল পরাজিত ইউপি সদস্যদের উসকিয়ে দিয়ে এসব করাচ্ছেন।
সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল পাল্টা অভিযোগ করে বলেন, নিজের অপকর্ম আড়াল করতে আমার উপর দোষ চাপানো হচ্ছে। আমাকে দোষারোপ করে তিনি ঠিক করছে না। বিষয়টি তদন্ত হলেই তো বোঝা যাবে আসলে তিনি চাল সঠিক ভাবে বিতরণ করেছেন কিনা।
বিডি প্রতিদিন/হিমেল