নাটোরের লেক্সগুরিয়ায় ট্রেনে কাটা পড়ে লাল মিয়া (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তেবারিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লালমিয়া লেক্সগুরিয়া এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে লাল মিয়া রেললাইন ধরে নাটোর স্টেশনের দিকে যাচ্ছিলেন। স্টেশনের দিকে আসতে ঢাকা হতে রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রেললাইনের পাশে পড়ে রয়েছে।
এলাকাবাসী জানায়, লাল মিয়া কানে কম শুনতেন। পরে রেলওয়ে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য রেলওয়ে থানায় নিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম