ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক পুলিশসহ অটোরিকশার আরো চারযাত্রী আহত হয়েছেন। সদর উপজেলার উজানিসার এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক চাঁন মিয়া (৫০) ও অটোরিকশা যাত্রী কসবা উপজেলার খাড়েরা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৪৫)। এ সময় নিহত বিল্লালের ভাতিজা শাকিল মিয়া (৩১), শাকিলের স্ত্রী মিতু বেগম (২৪) ও মা শিরিন বেগম আহত এবং অটোরিকশা যাত্রী পুলিশ কনস্টেবল হাসিবুল হোসেন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন ও আহত যাত্রীরা জানান, শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা এলাকা থেকে একটি অটোরিকশায় উঠে বিল্লালসহ তার পরিবারের আরো তিন সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উদ্দেশ্যে রওয়ানা হন। অটোরিকশাটি সদর উপজেলার উজানিজার পৌঁছলে সামনের দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পরপর আহত যাত্রী বিল্লাল হোসেনের মৃত্যু হয়। বেলা একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশা চালক চাঁন মিয়া।
সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন দুর্ঘটনায় দু'জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দুর্ঘটনাকবলিত দুটি যান উদ্ধার করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম