চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। মোট বাজেট ধরা হয়েছে ৩৮ কোটি চার লাখ ৩০ হাজার টাকা।
এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে এক কোটি ৭৬ লাখ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি ধরা হয়েছে ৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা এবং মূলধনী হিসাব ১৬ লাখ, মূলধনী ব্যয় ১৬ লাখ টাকা।
পৌর অডিটোরিয়ামে শনিবার (১৬ জুলাই) বিকালে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক হেদায়েত উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ-সদস্য নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, সাংবাদিক ফারুক হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ