বরগুনা জেলা মৎস্য অফিস মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
আজ শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় এবং স্থানীয় প্রিন্টিং ও ইলেকট্রিক মিডিয়া, অনলাইনের গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এসময় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি তুলে ধরার পাশাপাশি বরগুনায় মৎস্য অধিদপ্তরের সম্ভাব্য প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপ নিয়েও কথা বলেন। মৎস্য খাতে অর্থনৈতিক অগ্রগতির অন্যতম জেলা বরগুনা জাতীয় অর্থনীতিতে কি ধরনের ভূমিকা রাখতে পারে তার বিশদ বর্ণনা দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, সহকারী পরিচালক মৎস্য অফিস, শহীদুল ইসলাম সিনিয়র মৎস্য কর্মকর্তা বরগুনা সদর উপজেলা,হারুন অর-রশিদ খামার ব্যবস্থাপক।
গণমাধ্যম প্রতিনিধিদের মধ্য আলোচনা করেন সংবাদের স্টাফ রিপোর্টর চিত্ত রঞ্জন শীল, এনটিভির স্টাফ রিপোর্টর সোহেল হাফিজ, সাংবাদিক মো. হাসানুর রহমান, জাফর হোসেন, জাকির হোসেন মিরাজ প্রমূখ। জেলার আমতলী, তালতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলায়ও মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ