বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজোয়ান খন্দকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তারিক আহাম্মেদ রিংকুসহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসি এবং বিভিন্ন ট্রাইব্যুনালের কর্মচারীবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, অধস্তন আদালতের কর্মচারীগণকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করে বিজ্ঞ বিচারকগণের ন্যায় সহায়ক কর্মচারীদের বেতন ও ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং পদোন্নতির সুযোগ রেখে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন। ৩ দফা দাবি আদায় না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয় সম্মেলন থেকে।
বিডি প্রতিদিন/আবু জাফর