ঢাকার উত্তরায় গার্ডারচাপায় নিহত রুবেলকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর ঘোড়ামারা গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
আজ বুধবার সকাল ৮টায় রাজনগর সারকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রুবেলের মা-বাবার পাশে তাকে শয়িত করা হয়। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে রুবেলের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। এসময় রুবেলের বাড়িতে আহাজারি শুরু হয়।
রাজনগর জামে মসজিদের পেশ ইমাম তার জানাজার নামাজ পড়ান। এর আগে গ্রামের শত শত মানুষ তার লাশ দেখার জন্য ভিড় জমায়।
উল্লেখ্য, গত সোমবার বৌভাত শেষে বর-কনেসহ পরিবারের লোকজন নিয়ে রুবেল মিয়া উত্তরা থেকে আশুলিয়া যাচ্ছিলেন।পথে গার্ডার দুর্ঘটনায় বর-কনে বেঁচে গেলেও গাড়িতে থাকা অপর পাঁচ জন ঘটনাস্থলে নিহত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা