১৯ আগস্ট, ২০২২ ১৭:৩৬

চাঁদপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮)। নিহত লিটন পুটিয়া এলাকার ওয়ালিউল্লাহ পাঠানের ছেলে, আর রাসেল হুরমহিষা গ্রামের আলী আরশাদের ছেলে।
নির্মাণাধীন ভবনটির মালিক বাড়িগাঁও এলাকার আবুল বাশার। লিটন পাঠান ঠিকাদার হিসেবে ও রাসেল প্রধান সহযোগী (হেল্পার) হিসেবে ওই বাড়িতে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে লিটন ও রাসেল সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারান এবং অল্প সময়ের মধ্যে দম বন্ধ হয়ে মারা যান। আশপাশ ও নির্মাণাধীন বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও  ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে থানায় নেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত ব্যক্তিদের পরিবারও মামলা করতে চাচ্ছে না। ময়না তদন্তের জন্য তাদের লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর