বাগেরহাট পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মাসব্যাপী শুরু হয়েছে শিল্প ও পণ্য মেলা।
আজ শনিবার সন্ধ্যায় ফিতা কেটে এই শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাট পুনাকের সভানেত্রী শারমিন আক্তার সোমা, সহ-সভানেত্রী শিরীন জামানসহ জেলা ও পুলিশ প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট পুনাকের এই শিল্প ও পণ্য মেলায় গার্মেন্টস, কোকারিজ, বুটিক, বাঁশ-বেতের হস্তশিল্প, শোপিস, প্লাস্টিক, চামড়া জাত পণ্য, শিশুদের কসমেটিকস খেলনা ও খাদ্য পণ্যসহ খাবারের অর্ধ-শতাধিক স্টল রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর