টাঙ্গাইলের সখীপুরে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় নিহত মাজহারুল ইসলামের (২১) খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিয়ান বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় কালিয়ান উচ্চ বিদ্যালয়, কালিয়ান দাখিল মাদ্রাসা ও গান্ধিনা পাড়া লায়ন ফেরদৌস আলম ফিরুজ কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ কালিয়ান গ্রামের আড়াই হাজার নারী পুরুষ।
আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন কালিয়ান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান কামরুল, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, সংরক্ষিত ইউসি সদস্য স্বপ্না আক্তার, ইউপি সদস্য রফিক উজ্জামান রতন, লায়ন ফেরদৌস আলম ফিরুজ কলেজের প্রভাষক আবু কাউসার, স্থানীয় বনিক সমিতির সাবেক সভাপতি আসলাম সিকদার নোভেল, জহিরুল ইসলাম গোলাপ, আমীন আল-মামুন, দিদারুল ইসলাম, শফিকুল ইসলাম, জাহিদ হাসান, মিনহাজ প্রমুখ।
এমসয় মাজহারুলের বাবা আ. মালেক মিয়া বলেন, ‘প্রশাসনের কাছে অনুরোধ জানাই আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের মধ্যে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ফরিদ তার সহযোগী ইয়ারুল ও ছাব্বিরসহ নয়জনের ফাঁসি চাই।’
এলাকায় ফুটবল খেলা দেখতে আসা মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের দু’দফা হামলায় গত সোমবার রাত প্রায় দেড়টার দিকে চিকিৎসারত অবস্থায় মারা যায় কলেজ শিক্ষার্থী মাজহারুল ইসলাম। এঘটনায় তার বাবা আ. মালেক মিয়া সখীপুর থানায় একটি মামলা করেছেন। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল